পিন্টু অধিকারী , মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামে হযরত শাহজালাল(রঃ) আলিম মাদ্রাসার সামনে পোলট্রি খামার নির্মান বন্ধের দাবিতে মানববন্ধন করেছে কমলপুর শাহজালাল (রঃ)আলিম মাদ্রাসার শিক্ষার্থী , শিক্ষক ও অভিভাবকরা।
মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুরে মাদ্রাসার সামনে মানববন্ধন শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান আদিল সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে ছাত্রমহলের কেন্দ্রিয় সভাপতি ও ফান্দাউক দরবার শরিফের ছোট সাহেবজাদা আবু বক্কর ছিদ্দিকী, হযরত মাওলানা আল কাদিরি , মুফতি শাহজাদা মাসুমি, নুর মোহাম্মদ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন আগামী তিন দিনের মধ্যে কোয়ালিটি ফিড লিমিটেড এর নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠান এইচ এন্ড এইচ এগ্রো কোম্পানী মেগা পোলট্রি খামার নির্মান কাজ বন্ধ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।